"""""গরিবের ভালোবাসা""""" টিউশনিগুলো শেষ করে ছেলেটা বেশ রাত করে ঘরে ফিরে। গোসল করে টেবিলে ঢেকে রাখা অর্ধেকটা ডিম ভাজি আর ভাত দিয়ে রাতের খাবার সেরে ড্রইং রুমে চলে যায়। চলতে থাকা টিভি অফ করে দিয়ে ছোট বোনদের ধমক লাগিয়ে রুম থেকে বের করে দেয়। ফ্লোরে কাথা বিছিয়ে শুয়ে পড়তেই রাজ্যের ক্লান্তি ভর করে তার শরীরে। তবু মনের টানে কল দেয় একটি মেয়েকে। মেয়েটি কল না ধরে ওপাশ থেকে কল কেটে দেয়। ছেলেটি মন খারাপ করে ঘুমোতে চেষ্টা করে। মিনিট বিশেক পর মেয়েটা কল দিতেই ছেলেটা কল কেটে ব্যাক করে। বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, "তখন কল ধরলেনা কেন?" "তখন কারেন্ট ছিলোনা", মেয়েটা বিষাদ মাখা গলায় কৈফিয়ত দেয়, "ফ্যানের শব্দ না থাকলে কথা পাশের রুমের বাবা মা শুনে ফেলতে পারে। তাই কারেন্ট আসার পর ফ্যান ছেড়ে কল দিলাম" ছেলেটা কথা না বাড়িয়ে চুপ করে থাকে..... মেয়েটা তখন হঠাৎ গলায় উচ্ছাস এনে কলকল করে বলতে থাকে "... জানো আমি যা চঞ্চল! তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে জীবনে এক মূহুর্তের জন্যও তোমাকে আমি বোর হতে দিবোনা, তুমি অনেক হ্যাপি থাকবে, বিয়ে করো আমাকে নইলে আমার মতো এমন বউ পরে আর পাবেনা, পস্তাবে কিন্তু!..." ছেলেটা তবু চুপ করে থাকে..... মেয়েটাও তাই চুপ হয়ে যায়.... পরে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, "তোমার চাকরীর কিছু হলো? ..." ছেলেটা জবাব দেয় " প্রতিদিন তো বিডিজবস ঘাটি, তোমার কথামতো মতিঝিলের পথে পথেও হেটেছি, চোখের সামনে পাওয়া প্রতিটি অফিসে সিভি জমা দিয়েছি।" : তবু কেউ চাকরী দিলোনা? : না দিয়েছে... : তাহলে? : মাত্র আট হাজার টাকা বেতন। "তো সমস্যা কি!!".... মেয়েটির চোখে পানি এসে যায়, অধৈর্য গলায় বলে উঠে..... "এতেই হবে চলো বিয়ে করে ফেলি।" "কিন্তু বিয়ে করে তোমায় রাখবো কোথায়? আমার ঘরে আমার নিজেরই কোন রুম নেই। আব্বার বেতনে খুব ছোট ঘর ভাড়া করে থাকি আমরা। রাতে আমি ড্রইংরুমের ফ্লোরে ঘুমাই।.... ছেলেটি নিরুত্তাপ গলায় বলতে থাকে।" : সেখানেই উঠবো আমি। : এটা সম্ভব? আমাদের ড্রইংরুমে দরজা পর্যন্ত নেই। : তাহলে আলাদা ঘর ভাড়া নাও। দরকার হলে বস্তিতে নাও, আমার কোন আপত্তি নেই, শুধু তোমার সাথে ঘর করতে পারলেই আমি খুশি। : আমি জানি তুমি আমার সাথে বিয়ে করে সংসার করতে সব রকম কষ্ট স্বীকার করতে রাজী। :কিন্তু........